খুশবু নিতে খুন করে ফুলে
শয্যা বাসর সাজাও কেন?
অন্তরঙ্গের অতিথী তোমার
কর্মে কসাই না হয় যেন!


করুণা হয়না ওদের কষ্টে?
আন্তঃসত্ত্বার আগামী মেরে,
জেনো, ভবিষৎ ও ভূত হবে
অন্যায় আবেগ জড়িয়ে ধরে!


মাটির মায়ের অঞ্জলি দিতে
কেন হিংসার হিম্মতে নাও প্রাণ,
পাথরের ঠাকুর পাশ কি ফিরে
কেমন করে প্রাণ করবে দান?


শহীদের শ্রদ্ধা জানাতে গিয়ে
কেন শহীদ বানিয়ে শ্রাদ্ধ দাও?
এ কেমন কর্ম কেমন বিচার
আত্মা কেড়ে আত্মার শান্তি চাও?


সব প্রাণ যদি প্রাণ-ই  হয়
তবে সব খুনি কেন খুনি নয়?
যারা সৌরভ লুটে সুস্থ্য মনে
সেই ফুলের খুনিকে খুনি না কয়?
                    --------- রঞ্জন গিরি।