গণতন্ত্র গোশালায় বাঁধা
দুস্কৃতির দড়ি গলায় তাঁর,
ঘাস খাওয়াতে ঘাতক গুলো
নুইয়ে বেঁধে রাখে ঘাড়।


হাম্বা!হাম্বা!সে ছাড়ে ডাক
দুর্নীতি ছেঁড়ার নেই দম,
গো-পালকেরা গোবর লোভে
দুষ্কর্মে করে দেদার শ্রম।


যুগ বদলায় জাবর কেটে
লাভের লাভ কিছুই নেই,
গণতন্ত্রের হয়েছে অন্ত্রে ঘা
দুর্নীতি দুধেল আখড়াতেই।


গোয়ালার গোয়াল চক্রব্যূহ
ডাঁশ, মশাদের ডাঁটে বাস,
গণতন্ত্রের গোঁড়ে বসে থেকে
তলে তলে ছড়ায় ত্রাস।
              --------- রঞ্জন গিরি।