ফড়িং হানায়
শস্য দানায়,
হচ্ছে অনেক ফুটো!
মাজরা পোকা
ঝাঁজরা করে,
নষ্ট ধানের কুটো।


হয় আগড়া
লাগে ঝগড়া,
ফড়িং বাবুরা হাঁসে,
হুঁশ হারায়
তুষ উড়িয়ে,
মরে চাষী শ্বাসে।


শস্যের সার
করে বার,
শোষক পোকা গুলি,
নাচায় চাষায়
খাঁচায় পুরে,
চোখে পরায় ঠুলি!


দিনের বেলায়
গাছের তলায়,
লুকিয়ে পড়ে গুষ্টি,
হলে সন্ধ্যা
জ্বলে চক্ষু,
শস্যের চুষে পুষ্টি।


তিড়িং তিড়িং
গঙ্গা ফড়িং,
সে সব ফড়িং-এর রাজা,
চুটকি কাটে
ছুটকি খায়,
সেই মোটকু পায় সাজা।


ফড়িং,পোকা
দিচ্ছে ধোঁকা,
কাজটা ওদের এক,
আঁতে মারে
জাঁতে পুরে,
শুধু ধরে ভিন্ন ভেক।


সুস্থ্য সমাজ
পোকার রাজ,
মাজরা কিংবা শোষক,
ঘষে মুখ
শুষে ভালো,
এরা দেশের পৃষ্টপোষক।
          ---------- রঞ্জন গিরি।