আমি-
চম্পকের চাঁদ সওদাগর
চতুর মনসা নই,
চাল করে চন্দন তুলসী
চাঁদ থেকে না লই।


তিঁনি-
বিষ মন্ত্র দিয়ে বিশ্ব মুকুট
বাঁধতে চান নিজ শিরে,
বিরোধিতায় বিঁধেন হুল
বিষয় বাসনা কেড়ে।


তিঁনি যে-
গাঙ্গুর কিনতে গঙ্গা দানেন
গিরগিটি সাজেন সদা,
গাধা ভাবেন সব প্রজাগনে
গায়ে না লাগান কাদা।


তিঁনি তো-
পূজা পেতে প্রজায় ভুলান
পুণ্যের গল্প ফেঁদে,
পুত্র কন্যা তাই পবিত্রতায়
পাপীকে ডাকেন কেঁদে।


তিঁনি-
প্রতিবাদে করেন প্রতিহিংসা
পরাণ জ্বালান বিষে,
প্রাণ করেন সবার ওষ্ঠাগত
পায়ে ধরান অবশেষে।
            -------- রঞ্জন গিরি।