হৃদয় রাখলে হৃদয়ের মান,
হৃদয়হীনার টুটে সন্মান।
হৃদয়হীনা উচ্ছাসিত মনে,
দ্বেষ দিয়ে শেষ করে হৃদয়বানে।
উক্তিতে মুক্তি না পায় কেউ,
যুক্তিতে ছুটে মুক্তির ঢেউ।
সেই মুক্তি পেতে হৃদয় চাই,
লুপ্ত হৃদয়ে কোন শক্তি নেই।
উন্মুুক্ত মন সদা মুক্ত থাকে,
যদি হৃদয় তাতে যুক্ত থাকে।
বিনম্র চিত্ত হয় নিমিত্ত মাত্র,
সেতো হৃদয়হীনার প্রিয় ছাত্র।
সদা সত্য নিত্য চিত্তে বিরাজ,
সুহৃদয় তাতেই করেন রাজ।
হীনমন্যতা বিষণ্নতা আনে,
হৃদয় জানে মনুষত্বের মানে।
হৃদয়হীনার হৃদয় পচা ডোবা,
নোংরা কীট তাতে বসায় থাবা।
পদ্ম দীঘি হৃদয়বানদের হৃদয়,
সুন্দরের সৌরভ তাতে উদয় হয়।
--------- রঞ্জন গিরি।