পিতা করে হুকুম জারি
পুত্রের সুখের জন্য,
যোগ্য ছেলে হুকুম করে
কাড়ে পিতার অন্ন।


মায়ের হুকুম শুনে মেয়ে
সুখে বাঁধে তাঁর ঘর,
শ্বশুরের হুকুমে জামাই
ভাইদের করে পর।


হুকুম দিয়ে গুরু মশাই
শ্রদ্ধা ভক্তি শেখায়,
বিদ্যা পেয়ে বিদ্যাধারী
গুরুজনে পেটায়।


আইন করতে বলবৎ
হাকিম দেয় সাইন,
নিজ স্বার্থে হুকুম দিয়ে
মন্ত্রী ভাঙ্গে আইন।


ক্লাবের ছেলে হুকুম দিলে
চাঁদা দিতে হবে,
হুকুমের দাস মানুষ গুলো
যেচে চাঁদা দেবে।


কথায় কথায় হুকুম ছেড়ে
শুধু বন্ধ ডাকে নেতা,
অন্যায় হুকুম হজম করে লোকে
অন্যায়ে করে ত্রাতা।


কর্মের জন্য সুবোধ কভু
হুকুম নাহি করে,
নিজ স্বার্থে স্বার্থপর লোক
কাঁঠাল ভাঙ্গে পরের ঘাড়ে।
          ------- রঞ্জন গিরি।