জবা!তোর কিবা গুনে মজলো শ্যামা    
          তাঁর চরণে তোরে দিল ঠাঁই!
           কোন জাদুতে বাঁধলি তাঁরে
            তুই ছাড়া তাঁর উপায় নাই।
            তোর কিবা--------দিল ঠাঁই!


             নানান ফুল ফোটে গাছে
            সেতো আবার ঝরে যায়,
তুই      ঝরার আগে মাযে তোকে
             তাঁর চরণে পেতে চায়।
তুই        মন্ত্র শিখিয়ে দেনা জবা
যাতে      তাঁর শ্রী চরণ যুগল পাই।
              তোর কিবা -------দিল ঠাঁই!


               ভিন্ন রূপে ভিন্ন সাজে
               মায়ের নিত্য নতুন কর্মে,
                তুইরে জবা সব খানেতে
                 থাকিস তাঁহার মর্মে।
                আমারতো সাধরে জবা
                 তোর সঙ্গ নিয়ে যাই।
                 তোর কিবা ------দিল ঠাঁই!


রামকৃষ্ণ আর রামপ্রসাদের
তুই সঙ্গে রইলি কেমন!
ওরা কালী কালী বলে মাতাল
তাঁদের কর-এ করিস নিশি যাপন।
তুই ভক্ত ভগবানের পরশ পেলি
সেতো ধর্ম্ম কর্ম দুই।
তোর কিবা---------- দিল ঠাঁই!
                 ----------- রঞ্জন গিরি।