বিষ্ণু আজি কৃষ্ণ রূপে,
                ধরাধামে জন্মিল রে,
কৃষ্ণ লহরী তরঙ্গায়িত ধাম     
                 প্রেমানন্দে ভাসিল রে।
বিষ্ণু আজি কৃষ্ণ রূপে
                   ধরাধামে জন্মিল রে॥


শ্যামল হয় বসুমতী,
              ঝারিল বারি অতি,
ছুটিল জ্যোতি দ্যুতি,
               কাঁপিল মথুরা পতি।
কৃষ্ণ আবেশে মজে সবে,
                            নিশি জাগিল রে।
বিষ্ণু আজি কৃষ্ণ রূপে
                     ধরাধামে জন্মিল রে ॥


হৃদয় পিঞ্জরে আজি,
                    মধুর সুর উঠিল বাজি,
কৃষ্ণের শ্রীচরণ পুজি,
                    তাঁর নামে রহিব মজি।
ব্রজধাম কৃষ্ণ প্রেমে
                     আজি মাতিল রে ।
বিষ্ণু আজি কৃষ্ণ রূপে
                     ধরাধামে জন্মিল রে॥


যমুনায় নাচে ফণী,
                  বিহঙ্গেরও গীত শুনি,
ময়ূর পুচ্ছ খানি,
                  কৃষ্ণ শিরে দেয় আনি।
কাননে পুষ্প কলি,
                    কৃষ্ণ নামে ফুটিল রে।
বিষ্ণু আজি কৃষ্ণ রূপে
                     ধরাধামে জন্মিল রে॥
                        -------------    রঞ্জন  গিরি।