মুখ বিষন্ন,কোষ্টকাঠিন্য
তল পেটে চাপে হাত,
কান্নার স্বরে,হুঁ হুঁ করে
খায় সোনা পাতার ক্বাথ।


কোঁত পাড়ছে,না পড়ছে
এই সমাজের নোংরা যত,
শোথ রোগে আজ ভোগে
চকচকে, তবু অন্তর ক্ষত।


আধুনিক! করে চিকচিক
তাই লোভে পড়ে সব খায়,
পাকস্থলী তো ভিক্ষার ঝুলি
তাই লয় হাঁ করলে যা পায়।


ধরে রোগে গরহজমে ভোগে
ভুঁড়ি খানা হয় ভারি মোটা,
বজ্র সম বায়ু, দুর্গন্ধ পায়ু
যেন চিটালো কালো আঠা।


দেহের যকৃত আজ বিকৃত হয়
ভীষণ দুর্বল হয় তাঁর ক্ষুদ্রান্ত,
গুটলি পাকায় পুটলিতে মল
ফলে অসুস্থ্য হয় তাঁর বৃহদন্ত্র।


এন্ড্রোস্কোপি, কোলোনোস্কপি
করলে অবাক হয়ে যাবে!
কর্কট তখন মারকুটে হবে
ওই শান্তির জোলাপে কি হবে?
               ------ রঞ্জন গিরি।