বিশ্বব্যাপীয়া বিরাজিছ কবি
বিশ্ব কবি হয়ে,
প্রনমী তোমায় ওগো কবিগুরু
ভূমিষ্ঠ শির নুয়ে।


বৈশাখী আবির্ভাব আজও
নাই হয় অম্লান,
আজও আসমুদ্র হিমাচল
দেয় শ্রদ্ধা ও সম্মান।


বিশ্ব বরেন্যর বরেন্য তুমি কবি
বর্ষিত ভুষণে ভুষণে,
গীতাঞ্জলি আজও গীত সাগরে
ভরায় গীত বর্ষণে।


দিবাবসু হয়ে দীপ জ্বেলেছ
কবিতার মাঝখানে,
আলোকিত ওই আলোতে
স্মরন করি প্রতিক্ষনে।


অন্তরে অন্তরে সদা বহে
আজি তব শ্রী নাম,
তোমা বিনা না খুঁজে পাই
কবিতার চিত্রকরের ধাম।
             ---------- রঞ্জন গিরি।