আমি চেয়েছি মাগো সুখে থাকতে
দিলি আমায় রাজপ্রাসাদ!
দেখভালের শক্তি পেলাম নাতো
চিন্তায় গুনি তার প্রমাদ।
স্ত্রী,সন্তান পরিবার দিলি মা তুই
আমায় সুখে করাতে বাস,
ওঁদের ভালো মন্দ না পারি নিতে
মা,লোকে করে পরিহাস।
তাতে সুখের চেয়েও দুখ বেশী মা
মনে বাড়ে শুধু তার বিষাদ!
দিলি ----------- রাজপ্রাসাদ!
আমায় কখনো মা সাজিয়ে দিস
ভোজনের নানা স্বাদের পদ,
মাগো নিরস উদরে না সহে তাহা
মোর সে জঠোর হয় যে বধ!
সে পরমাণ্ণ মোর না রোচে মাগো
এ শুধু কাঙ্গাল পায় অপবাদ!
দিলি -----------------রাজপ্রাসাদ!
তুই ধর্ম্ম পালন করতে মাগো
কেন মোরে দিলি মহাভার,
অধর্মের সহিত সোহাগ করে
আমি হলাম যে একাকার।
সবই ধর্মাধর্ম গুলিয়ে ফেলে
নিলাম সব অধর্মের স্বাদ!
দিলি -----------------রাজপ্রাসাদ!
              ------------ রঞ্জন গিরি।