যথা তথা বেশি কথা
বিপদের ঝুঁকি বেশি!
যায় ভড়কে জিভ হড়কে
কৌতুকে শ্রোতা খুশী।
কথায় ভীষ্ম হয় নিঃস্ব
এটা কি তুমি জান?
কথা বলে খলের চালে
তবে কেন নিজেকে হান?
কথার মন্ত্রে হরিশচন্দ্র
চাতুরীতে যায় পড়ে,
খুইয়ে সাম্রাজ্য দানে রাজ্য
চন্ডাল হয়ে শব পুড়ে।
কথার ফাঁস হয় বদমাশ
হটাৎ ও আটকে যাবে,
নিজের কথায় জ্বল ব্যথায়
কথায় কথার ছলে!
কথায় কথায় পেটের কথা
সব কিছু বেরিয়ে যাবে,
বিপদ কথা শুনে শ্রোতা
দুর্বলে ঘা দিতে রবে।
যেথা সেথা নয় বেশি কথা
অপ্রয়োজনীয় কভু নয়,
নিজ ওজন নয় বিসর্জন
অতিটা হয় না কভু পয়ঃ।
            --------- রঞ্জন গিরি।