মায়ের বাবার একমাত্র মেয়ের ছেলে
কখনো থাকেনা সে কোন কাজে খান্ত,
তাঁর মায়ের পতির পিতার একমাত্র নাতি
সে যে হয় ক্রিকেট খেলায় ভীষণ দুর্দান্ত,
তাঁর পিসির বাপের একমাত্র ছেলের ছেলে
মাথায় তাঁর নানা রঙ্গিন স্বপ্ন ঘুরে ফেরে,
মায়ের ভাইর দিদির জামাই বাবুর ছেলে
তাতে কখনো কভু না বসে থাকে ঘরে।
তাঁর মায়ের ভাইর বাবার ছেলের ভাগ্নে,
সে শুধু ছোটে ক্রিকেট খেলার নেশায়,
তাঁর মামার দিদির বরের বাপের নাতি
পণ করে বসে ক্রিকেটার হওয়ার আশায়।
একদিন তাঁর পিতার পত্নীর শশুরের একমাত্র
নাতি,সে নিজেই নিজেকে প্রশ্ন করে,
সে কেন বামন হয়ে শত যোজন দূরে
কেমন করে চাঁদকে হাতের মুঠোয় ধরে?
তাই সে বাবার বাবা তাঁর ছেলের-ছেলের
ক্রিকেটার হওয়ার নেশা হলো বাদ,
অলীক স্বপন তাঁর না হলো বপন
পূরণ না হলো ক্রিকেটারের স্বাদ।
কথার ধাঁধাঁ কবিতায় বললাম একটু বেঁকে,
বলুন দেখি কবি বন্ধু ক্রিকেটারটি কে?
                      -----------  রঞ্জন গিরি।