কেমন হতো,
তারা যতো;
আলো দিতো দিনে,
সূর্য্যি মামা,
দিতো হামা;
রাতের পূর্ব কোণে।


যদি শশী,
ছেড়ে নিশি;
দিবসে দিত আলো,
মনের ক্ষত,
মলিন হতো;
কেমন হতো ভালো!


দিনরাত্রি,
সহ যাত্রী;
সমান সমান হলে,
চোর ছ্যাচ্চোড়ের,
বহু খচ্চরের;
মুখোশ যেত খুলে।


যদি বাতাস,
দিতো আশ;
মোদের দেখা দিতে,
হিঁচড়ে টেনে,
হৃদয় কোণে;
ঢুকিয়ে দিতাম মৃতে।


তরু সব,
করতো রব;
মানুষ বোবা হলে,
নিপাত যেতো,
কলহ যতো;
হিংসা যেতো চলে।


মানুষের মতো,
বদন যতো;
হতো মানুষ যদি,
মিথ্যাচারী,
গা জোয়ারী;
জানুয়ার হতো বাঁদী।


যদি ঈশ্বর,
হতো নশ্বর;
এক হয়ে সব যেতাম,
পূর্ণ পাপ,
নেই চাপ;
যা খুশি করতাম।
            ----- রঞ্জন গিরি।