অঝোরে কাঁদি যাচ্ছে খাঁদি
পড়ছে আঁখি জল,
বেদনা খাইয়ে বেদনায় ভুগে
হয়েছে সে দূর্বল।


পদের জন্য  মদে সায়
চিয়ার্স করেছে ঘরে,
মদ মাংস টাকা ধংস
অন্যায়ে আপোস করে।


বিনা লাজে তামাক সেজে
খাইয়েছে মোড়লে,
খাঁদির হাতে হুঁকা রেখে
চুষেছে বিড়ালে।


খালি কলচে খোল নলচে
খাঁদি দেখে বসে কাঁদে,
যা কিছু সব ফাঁ করে গেছে
খাঁদি আলুমলা ভাত রাঁধে।


মুড়লো সব মোড়লের দল
খাঁদি করবে কি তাতে,
খাদে ফেলে ছাদে বসে দেখে
খাঁদিকে মেরে আঁতে।
            ------- রঞ্জন গিরি।