এখন ন্যায়ের লড়াই লড়ে কে?
স্বার্থের জন্য পড়ছে ঝুঁকে!
তাই লড়াইটা আজ ভীষণ ফিকে,
দেখে মানুষ না দেখে চোখে।


নিজে বাঁচ পরে বাপ!
এই ভাবে ছেলে ছাড়ে হাঁপ।
অন্যায়ের সহিত খাওয়ায় খাপ,
দুষ্কৃতির কাছে চেয়ে মাফ।


ধর শালাকে ভাই চলে আয়,
পরকে এগিয়ে নিজে বাড়ি ধায়।
ওরা মরে মরুক কি আসে যায়,
আমারটা তো নাই বাঘে খায়!


পেশী বহুল সুঠাম দেহ,
হৃদয়ের প্রতি ভীষণ মোহ!
টুশকি মারলে ফাটে কেহ,
ডুব দিয়ে পালায় লাগিয়ে কলহ।


এখন সমাজটা যদি এটাই হয়,
কাকে নিয়ে লড়াই করবে জয়।
হারামজাদা কে করলে ভয়,
বড়াইর লড়াই হবে লয়।
            -------- রঞ্জন গিরি।