"মা "এসেছে মোদের দ্বারে
                           বিশাল আয়োজন,
জীর্ণ বুড়ি ক্ষুদার জ্বালায়
                           বোধনেই  বিসর্জন।
চড়ুই পাখির ঠ্যাং গলে যায়
                             বুড়ির ঘরের চালে,
মাটির প্রতিমার প্রসাদ সাজাই
                      কোটি টাকার পেন্ডেলে।
মায়ের জন্য লুচি-মণ্ডা
                        সাজাই সোনার থালায়,
বুড়ির ফুটো ডিশও নেই কপালে
                        পড়ে থাকে অবহেলায়।
মৃন্ময়ী মাকে করছি দান
                        অনেক নামি দামী শাড়ি,
আমার চিন্ময়ী মা বাড়ির পাশে
                         তার সম্ভ্রম বাঁচাতে নারি।
আলোক রোশনাই ভরে চারিদিক
                        মোদের পুলক জাগে মনে,
আঁখির রোশনা হারিয়ে বুড়ি
                            পড়ে থাকে এক কোনে।
তোমার মাগো সোনার প্রসাদ
                               ছেলে কেন কুঁড়ে ঘরে?
তোমার উপচে পড়ে খাবার থালা
                               ছেলে যে ভূখায় মরে।
তুমি হও যদি মা জগৎ জননী
                            তোমার যদি এই সংসার,
দীন হীনে দিও শান্তি মাগো
                                তুমি নিও ওঁদের ভার।
দোষ নিও না তুমি মোগো
                             কেন বলছি এতো কথা?
ওরা আড়ম্বরে পূজো দিয়ে ঘুষ
                          তোমার সৃষ্টিকে করে ভোঁতা।
                     -----------   রঞ্জন গিরি