আমরা মানুষ আছি বেহুস
                মান-হুস যায় অস্তাচলে,
মান করেছে মানগুলো আজ
                মানী সকল আস্তাবলে।


লক্ষী বৌ'টি অ-লক্ষী হয়
               তাড়াই নানান অজুহাতে,
মৃন্ময়ী লক্ষী পুজি মোরা
                  আড়ম্বরে থেকে মেতে।


কালকাটে কালুর পালে
                     কালু ভালু খায় দ্বারে,
পাশের ঘরে পোষ্য ছেলে
                  ভুখা পেটে উদর জ্বলে।


কদর বড় ধনীর প্রতি
               খেয়াল রাখি সুখটি তাঁর,
নজর কি দেই দীনের ছেলের
            পেন্ট ছিঁড়ে হয় লিংগ বার।


কোল বালিশটা জড়িয়ে ধরে
                প্রেম পাগল হই বিছানায়,
অসুস্থ্য কাজের মাসির উপর
           মেজাজ হারিয়ে দেই বিদায়।


মানুষ হয়ে মোরা মান মেরে
                মনুষত্বে আজ কবর দেই,
মনের হুস থাকে না আজ
           মানুষ মানুষের খবর না নিই!
                  ---------- রঞ্জন গিরি।