বলি!
ওগো মসী!
পূর্ণ শশী;
আলোক ঝরাও সবার প্রাণে,
তোমায় ছাড়া
সবাই হারা;
ভালো, মন্দ যে তোমার দানে।


ছাত্রছাত্রী!
পাঠে চলে
সকাল হলে;
সঙ্গে লয়ে যায় তোমার তনু,
তোমা বিনে
ইতি টানে ;
তোমার হাতে যে শিক্ষা বেনু।


আজকাল!
ইন্টারনেটে
সবই ঘটে;
তবু তোমায় কেউতো ছাড়েনা,
তব ছোঁয়া
ভাগ্য দোয়া;
অনেক আছে তোমার বর্ণনা।


তুমি!
ভালোর ভালো
প্রদীপ জ্বালো;
স্বস্তি পায় সদাযে ভালোর মন,
মন্দেরও ভালো
ছায়া কালো;
মন্দ ভাবে কাটে ভালোর জীবন।


দেখি!
তব স্পর্শে
উঠে হর্ষে!
লাফালাফি করে বড় দাগী,
স্বস্তি মনে
শান্তি প্রাণে;
দুষ্কৃতকারীরা হয়যে ভোগী ।


আর!
মিথ্যার ছুতোয়
তোমার গুঁতোয়;
সাধু জন চায় যে অন্ন ভিক্ষা,
খারাপ চোখে
দেখে লোকে;
মনে জমে তাঁর বড় তিতিক্ষা।
                  ------- রঞ্জন গিরি।