মা তোর পদ ধ্বনি শুধু শুনতে পাই
                       হেরিতে নারি ও চাঁদ মুখ,
তোর চরণ পাওয়ার আশায় আশায়
                       বেঁধেছি মা মোর এই বুক।
এই সুন্দর ভবে আসা মা তোর লাগি
                       করিতে তোর চরণ সেবা,
তোর সৃষ্টির খুশি ভোলায় সব কিছু মা
                       মায়ায় পড়ে ভুলি দেবা।
আত্মকেন্দ্রিক এই মন যে আমার
                      ভেবেছি শুধু নিজের কথা।
শুধু "মা"বলে ডেকে শান্তি এতো
                     কখনো বুঝিনি পাষাণ মনে,
বিষয় আশয়ের নেশায় বুঁদ হয়ে থাকি
                   তবু বঞ্চিত না হই স্নেহের ধনে।
কু-সন্তান মায়ের হয় অনেকে
                       কু-মাতা কখনো না হয়,
ভক্তের বোঝা সদা ভগবান বহে
                       মাতাতো সদা মাতাই রয়।
                  --------  রঞ্জন গিরি।