অঘা, বাঘা হয় না কেহ
সব শিশুরাই সমান,
যেমন ঘষে তৈরি হবে
তেমন হবে তার মান।


দাঁ যেমন ভোঁতা হয়
তার অযত্নের ফলে,
শিশুরাও ফলে সোনা
স্বযত্ন তার নিলে।


সত্য, নিষ্ঠা, শৃঙ্খলায়
হৃদয় বাঁধলে শিশুর,
দিবাবসুর মতো সেতো
বোধিবে আঁধার অসুর।


চপল মানুষের চটুল কথা
শুনলে শিশু তার কানে,
মেধা যাবে তার জলাঞ্জলি
শ্রীবৃদ্ধি হারায় সে জ্ঞানে।
               ------- রঞ্জন গিরি।