আমি মনের বড় অহংকারী,
ছেলে গড়েছে প্রমোদ বাড়ি।
প্রচুর লোকের আনাগোনা,
মাঝে মধ্যেও হয় শত্রুর হানা।
ঘর বানায় সে হাজার দুয়ারী,
সেযে ছদ্মবেশে ছাড়তে বাড়ি।
পুলিশ কত্তো তাঁরে ভালবাসে,
সে "ণ"হয়ে তাঁদের পাশে বসে।
তাঁরে মাঝে মধ্যে পুলিশ খোঁজে,
ঘুষ তামাক সে যে নিজে সাজে।
সে প্যাঁচ বড়শি ফেলায় জলে,
পুলিশ লাগায় চাতুরী কলে।
তাতে উপার্জন হয় বহুগুণ,
পুলিশের ধমকে ছুটে তুণ।
ছেলেটি আমার ভীষণ মহান,
অন্ত্যদয়ী চালের ভাগ চান।
ছিলাম আমি তো ভূমি হীন,
এখন যে আমি নয়তো দীন।
তাড়ি তাড়ি বহু টাকা দেখি,
তাতেই আমি অনেক সুখী।
তাঁর চাকরী ব্যবসা নাই কিছু,
সে টাকা ওড়ায় পেট্রোল পিছু।
সাত দিনে চড়ে সাতটি গাড়ি,
হাতে পরে সে সোনার ঘড়ি।
দশ আঙ্গুল তাঁর ভরে নীলায়,
আভিজাত্য আছে কথা বলায়।
ছেলেকে দেখে লোক লুকায়,
সেযে এঁটো বিড়ির পোঁদ চায়।
গরীবের দান দক্ষিণা আসে যত,
কাগজ কলমে করে সে কুক্ষিগত।
মানুষ ছেলেকে খুব ভালোবাসে,
ব্যোম,বন্দুকের ভয়ের ত্রাসে।
সগর্বে যে আমার ছাতি ফুলে,
লোকে মিষ্টি গুন্ডার বাপ বলে।
                  --------- রঞ্জন গিরি।