মোসাহেব হয় মোষের দল,
মোষ পালকের বাড়ায় বল।
ওরা "হুঁ"বললে হুল গাঁথে,
হুল ভাঙ্গলে শুয়ে পথে।


সিং-এর ধার শিৎকার,
বর্শার গুঁতোয় ঘিলু বার।
অগাধ জলে সাঁতার কেটে,
চর  নাই পেয়ে উঠে তটে,


চতুস্পদ তাই চতুর নয়,
ঠেং না চিরে ঠেঙ্গান লয়।
জালতি মুখে বালতি ভর্ত্তি,
দুধ দিয়ে তার ভীষণ ফুর্ত্তি।


কলচেটা তার কালো বলে,
ঝাঁপ দেয় পচা তটিনীর জলে।
ওই সে তটিনীকে গঙ্গা ভেবে,
সর্ব্ব পাপ ওই পাপে ধোবে।


কালো তটিনীর কুটিনির চাল!
গিজগিজ পোকায় মন্দ হাল।
ওই পোকা করে চামড়া গ্রাস,
পোকা মারতে বন্ধ হয় শ্বাস।


কাউর ঘা হয় কাঁধের উপর,
গাছে কাঁধ ঘষে কাটে জাবর।
মোসাহেবী খায় মোচার ঘন্ট,
বাবু মশাই ভরায় অর্থ ভাণ্ড।
            -------- রঞ্জন গিরি।