মধু ভরা মৌচাক,
মৌমাছি দেয় ডাক।
ফুলে আসে মৌমাছি,
বসে তার কাছাকাছি।
গুনগুন গুঞ্জন,
যায় ভরে প্রাণ মন।
মধু খেতে লাগে ভারি,
চেটে পুটে খেতে পারি।
রুটি মধু খাই রাতে,
ফুরফুরে মন প্রাতে।
লেবু মধু খেলে জলে,
বলে লোকে মেদ গলে।
মধু খেলে মেধা বাড়ে,
বৈদ্য কহে কাশি সারে।
দেব দেবীর চাই মধু,
মধু খায় নব বধূ।
কাজ করি নিপুণ,
না ভুলি মধু গুণ।
পরলোকে গেলে লোকে,
ইতি টানে মধু মুখে।


          ---  রঞ্জন গিরি।