সত্যিটা বলতে গেলে
হয়তো কারোর খারাপ,
ঘুরে ফিরে একদিন
মুক্তি পাবে শাপ!
সারবে ব্যথা সরল মনের
সরল চিন্তাতে,
সবুজ মনে সইলে তা
দুঃক্ষ ঘুচে তাতে।
সোজাসাপ্টা সজন কাঁদায়
শত্রু বলে ভাবে,
ভজন কর নিজ ওজনে
ওই সজন বুকে লবে,
মস্ত হয়ে ব্যস্ত থাক
সন্ত্রস্ত মনে,
ফকিরের ঝক্কির নেই কাজ
থাকে খুশির ধ্যানে।
            --------রঞ্জন গিরি।