নমস্কার :-
তোমায় কে করলো আবিস্কার
তিঁনি ছিলেন মহান,
মূর্খ, জ্ঞানী, গরীব আর ধনীর
তুমি রাখো তাঁদের মান।


বন্ধ চোখে অন্ধ লোক যদি
তোমায় দেয় নাড়া,
রুষ্ট লোকও সুষ্ঠু ভাবে তাঁর
বিবেক করে খাড়া।


অপার করুণার ব্যাপার খানা
পরোক্ষে করেছ দান,
নইলে ঈশ্বর মোদের স্বর কেড়ে
ভষ্ম করে দিত প্রাণ।


বাপ খুড়ো আর বুড়োর দল
তোমার সাহারায় বাঁচে,
ভণ্ড লোকেরা কান্ড করিয়ে
তোমায় হাটে বেচে।


নিয়ে তোমায় বানিয়ে তেল
কেউ বসকে রাখে খুশ,
বাধা কাটায় কেহ দাদা হতে
তোমায় বানিয়ে ঘুষ।


গুনী হয় আজ খুনী লোক
তোমায় লাগিয়ে মুখে,
তোমার ভজন ওজন করে
ব্যবসায়ী থাকে সুখে।
      ------- রঞ্জন গিরি।