লালু, ভলু, নেড়ী কুত্তা,
এরাই মোদের বাঁচার সত্তা।
ওরা চারপাশে রাখে ঘিরে
যেন হয় মোদের কত্তা॥


ওরা খায় যেমন পায় তেমন
মাঝে মধ্যে সাজে যবন,
পাশ ফিরলে এদিক ওদিক
করতে হবে আত্মহনন॥


চিড়ে, মুড়ি,আর বাতাসায়,
বসে নাই তারা ওই আসায়।
মাটন, চিকেন, টেংরি চাই
নইলে অন্দর মাসেল খায়॥


সর্বভূতে ওরা খুঁতখুঁতে,
পালঙ্কে চায় তারা শুতে।
মেঝের উপর উপুড় হয়ে
তখন ভয়েই ফেলবি মুতে॥


লম্বা তার জিভের বহর,
লোলুপ চোখে গরল গহ্বর।
লেজ নেই তবু পোঁদ নেড়ে
সম্বর্ধনা দিতে গুনি প্রহর॥


কালু, ভলু, লালু ভালো,
ওরা না চাইতে কাছে এলো।
ওরা পেট ভরাতে লাফিয়ে বকে
না হয় সামান্য একটু মান নিলো॥


তাতে কি ক্ষতি বলো?
            ------- রঞ্জন গিরি।