মানুষ এখন নেশায় মত্ত
                হোক না যেমন নেশা,
শিং ভেঙ্গে কেউ দামড়া সেজে
                 দেয়যে ফাঁকি পেশা।


চাষার ছেলে ক্রিকেট নেশায়
                       পতিত করে জমি,
সূরার নেশায় ধনীর দুলাল
                       করছে মাতলামি।


গায়ক-নায়ক হওয়ার নেশাতে
                    বেকার ভাঙ্গে সিন্ধুক,
নেতা হওয়ার উদ্ভট নেশায়
                    উটকো কিনে বন্ধুক।


ফুর্ত্তির নেশায় মূর্ত্তি গড়ে
                       ঋনী হয় কত ভক্ত,
আতপ চাল আর ঘি নেশায়
                        ব্রাহ্মন থাকে মত্ত।


মন্ত্রী মশাই পদের নেশায়
                       বেড়ান হেঁটে পায়ে,
স্বার্থের নেশায় বড় লোকেরা
                       ধুলো মাখেন গায়ে।


রাজনীতির নেশায় নেতা
                          মানুষ করেন খুন,
টাকার নেশায় ডাক্তার বাবু
                          হত্যা করেন ভ্রুন।


দুষ্কর্মের নেশায় দুষ্টু লোক
                         ঘুরে বেড়ায় রাতে,
ঘুষের নেশায় পুলিশ বাবু
                     তার যায়না সংঘাতে।


শ্রম ফাঁকির নেশায় শ্রমিক
                      করে ইউনিয়ন বাজি,
শ্রমিক মেরে লাভের নেশায়
                মনিব বিষ্টা ঘাঁটতে রাজি।


নামের নেশায় নাম পাগলে
                        নিজের ঢাক পেটায়,
দানের নেশায় দাতা ঘুরে
                      দুঃখীর দুঃখ ঘোচায়।
                       -------- রঞ্জন গিরি।