নিরাপত্তার বার্তা মোদের
             দেওয়াই হল সার,
গর্ভবতী মায়ে নিয়ে
       চলছে ব্যবসার কারবার।
ঝাড়ুদার,সেবিকা নাকি
           সূচীর আর এক নাম,
দালাল হয়ে ডাক্তারের থেকে
            পায় দালালীর দাম।
ভাগ বাটোয়ারা রফা হয়
             নার্সিং হোমে এনে,
শুটকি থেকে মোটকি সবাই
             ধনী রুগীর ধনে।
চাকরী কিংবা ব্যবসায়
              "দাদা"র চাইতে মন,
মড়া দাহ ফোঁড়া ফাটানো
             সবটাই ঘুষের প্রয়োজন,
গুরু ভেবে যার কাছে
              চাইতে গেলাম শিক্ষা,
দক্ষিণা সরূপ সেই গুরু চায়
               মোদের যৌনতার ভিক্ষা।
বেগুন ফুলায় হরমোনে
              খাদ্য রাঙ্গায় কেমিক্যালে,
নিরাপত্তা কোথায় বলুন
              বাঁচব মোরা এসব খেলে?
দুধ যদি হয় সাবান গুড়োয়
               খাচ্ছি মোরা কি?
গরুর দুধেও ভেজাল খাই
                পাম তেলে হয় ঘি!
মাছ,মাংস যা খাই মোরা
                 সবই ভেজাল ভরা,
স্টেরয়েড-এ ওজন বাড়ায়
                 আসে ধেয়ে জ্বরা।
ভোজ্য তেলের নায্য দাম
                  ভেবে দেখ হয় কিনা,
যার বীজের মূল্য তেলের দ্বিগুণ
                 যাবে কি তেল কেনা?
রসুই খানায় বানায় খাবার
                 যে মশলা দিয়ে,
চীনা বাজারের আরোক মেশায়
                  কর্কট আসে এসব খেয়ে।
ডাল,কলাই আর চাল,ডিম
                   যদি প্লাস্টিকে হয় তৈরি,
ভেজাল দেখ সব জিনিসে
                    মুখ সিদ্ধিরও মৌরি।
ডাল কলাই আর সব্জীর
                      এইতো দেখলে হাল,
নিরাপত্তা কোথায় বল
                    আজ সমাজ বেসামাল।
                     --------  রঞ্জন  গিরি।