ও মা শ্যামা,
মোরে  করিস ক্ষমা!
            আমি যে তোরই মা অবাধ্য ছেলে,
তোর    সকল বারণ,
          না করি ধারন!
তবু    তুই কেনে,কাছে টেনে,বসাস মোরে কোলে।
          আমি ---------------অবাধ্য ছেলে।


সবে    কর্ম ত্যেজে,
           ধর্মে মজে!
           আমি কখনো মাগো না পারি তাতে,
মোর    আপন কর্ম,
            মোর ধর্ম্ম!
            তোর চরণ পূজিতে না পারি হাতে;
             কর্ম শেষে,নিদ্রা বসে,শয়নেতে যাই চলে।
             আমি -----------------অবাধ্য ছেলে।


তোর      চরণামৃত,
             পেতে রত!
             মা তোর ভক্ত কতো দাঁড়ায়ে থাকে,
তাঁরা      তব ধ্যানে,
              হৃদয় মনে!
ভক্তিতে  অঞ্জলি দেয় রাঙ্গা জবা চরণে রেখে;
              খালি হাতে পূজো দিতে মা আসি চলে।
               আমি --------------------- অবাধ্য ছেলে।


ওঁরা       ভক্তি ভরে,
             নবনি ক্ষীরে!
             খাওয়ায় মা তোকে তোর বাধ্য ছেলে,
আমি     কাঙ্গাল দ্বারে,
              আছি পড়ে!
               তোর আলোর রোশনাই ভরবো বলে।  
মাকে   কোন লোকে না করে নিন্দা কালের কালে।
              ------------রঞ্জন গিরি।