ওমা কালী - -!
কোথায় গেলি,
তোর ছেলে যে
ভাসছে জলে,
রক্ত জবা
দেবে কেবা,
তোর ওই রাঙ্গা যুগল
চরণ তলে।


তুই জন্ম দিলি
       কর্ম দিলি,
       থাকতে দিলি মা
        তোর এই ভবে,
শষ্য মজে
ইন্দ্র তেজে,
তোর এই অধম ছেলে
কিবা খাবে?
ওমা ধোনি
তোর পরশ খানি
না পেলে তোর ছেলে মরবে
পলে -পলে!
রক্ত জবা ---------------যুগল চরণ তলে।


ওমা ভয়ংকরী
     বিনয় করি,
     রক্ষা কর মা
    তোর সন্তানে,
কানা কানি
হানা হানি,
মানুষ অসুর
মারছে প্রাণে।
            ওমা এলোকেশী
                     ধরে আসি,
ওই অসুর নাসে সন্তানের পাশে
আয় মা চলে!
রক্ত জবা ---------------- যুগল চরণ তলে।