ওরা কারা ?
                      রঞ্জন  গিরি।
ঠান্ডা ঘরের বাবু কি আর
            রাখে মোদের খবর!
কারা অভাব দিয়ে জবাব দেয়
                 আঁতে দেয় কবর?
শ্রম দিয়ে ফাঁকি ঝান্ডা ধরায়
                  খাইয়ে কচু পোড়া,
রাজনীতির দোহায় দিয়ে
               বানায় মোদের ভেঁড়া।
জনসভায় যেতেই হবে
                আপন কর্ম ফেলে,
বাধা দানে পেটাই খাবে
                 অকথ্য গালি গিলে।
জিন্দাবাদ আর মুর্দাবাদ
                 বলায় মোদের দিয়ে,
ভূখায় থাকে ছেলে মোদের
                   ওরা রুটি খায় ঘিয়ে।
মোরা গ্রাম, গলি,শহরতলী
                     বস্তিতে করি বাস,
মোদের স্বাধীন চিন্তা রাহু হয়ে
                     নিত্য করে গ্রাস।
সন্ত্রাসকে ওরা উল্লাস ভাবে
                 মোদের বানায় বানর,
মোদের নাচায় গলায় দড়ি দিয়ে
       ( বসায়)ভেলকি দেখার আসর।
ওরা কারা এই কথাটি
                  বলবে কোন জন,
স্বাধীন ভাবে বললে পরে
                  আসবে ঢলে মরণ।
                     -------  রঞ্জন  গিরি।