পাহাড় প্রমান পাপের স্তুপ
পাখরে হয়েছে জমা,
পান্না,  হীরা, চুনী পরে মোরা
পাপের চাইছি ক্ষমা।


পালক হয়ে পাপে লিপ্ত
পান করি দীনের রক্ত,
পাদুকা দিয়ে পিষাই করে
পা ধরিয়ে বানাই ভক্ত।


পাকিমালা পরে গলে মোরা
পাবতা খাই সুখে,
পান করে জল গরীব ঘুমায়
পানকৌড়ির শখে।


পাপাত্মা পাপাচারে সূরার
পাঁইট কিনে বসে খাই,
পাষান মনে গরীবের ধনে
পাশব লালা ফেলে যাই।
           ------- রঞ্জন গিরি।