পাত্রী চাই বলে শ্রীনিরঞ্জন,
নিত্য কাগজে দেয় বিজ্ঞাপন।
সদা পাত্রী খোঁজে হন্যে হয়ে,
করাতে চায় তাঁর ছেলের বিয়ে।
রাজ্য,রাজকুমারী দুটোই চাই,
নচেৎ ছেলের বিয়ে দেবে নাই।
তাঁর মতো ছেলে একটাই হয়,
খুঁজেলে পাবেনা সারা দুনিয়াময়।
নিরঞ্জন বাবু বলেছেন সঠিক,
এই ছেলে না পাবে একের অধিক।
তাই ঘটক মশাই এলে দ্বারে,
নিরঞ্জন দস্তরি নয়ে ঝগড়া করে।
তাঁর ছেলে দেখতে সুন্দর ভীষন,
রং হয় তাঁর মাগুর মাছের মতন।
সারস পাখির পা দুটো তাঁর,
নৌকা বিনা সে নদী হয় পার।
ছেলে হিসেবে অনেক শান্ত,
অ্যা, হ্যা বলে সে হয় ক্ষান্ত।
একটু হয়তো সে কানে কালা,
লোকে বলে নাকি কালার আলা।
পড়াশুনায়? সেতো বিদ্যের গাছ!
খাতায় কালির না লাগে আঁচ।
স্লেট ভেঙ্গেছে সেতো বারে বারে,
আর দিন কেটেছে খালের পাড়ে।
তাঁর সুঠাম দেহ সবার ঈর্ষনীয়,
সর্ব্বক্ষনে চর্ম রোগ তাঁর সক্রিয়।
নিরঞ্জন বাবুর উদার হৃদয়,
কৃপন মানুষ একটু কঞ্জুস হয়!
হাত ছাড়া করোনা এমন পাত্র,
কখনো খুঁজলে পাবেনা যত্র তত্র।
                -------- রঞ্জন গিরি।