পতি নাকি পরম গুরু
পতি হয় নারীর মন্ত্র,
সতী নারী পতির গুনে
চারিদিকে আজ বিভ্রান্ত।
হাজার পাপে ইন্দ্র শাপে
পতি সূরা পানে জলে পড়ে,
সতী নারী পতির খোঁজে
ঘুরে বেড়ায় জল ঝড়ে।
মুছাইয়া গা বিছাইয়া কাঁথা
প্রেম দিয়ে শোয়ায়খাটে,
পতির টুটলে ভ্রম,উঠে বসে
সতীর চৌদ্দ পুরুষ ঘাঁটে।
তবু সতীর মতি পতির প্রতি
তাঁর শ্রদ্ধা না কমে এক চুল,
সতী তাঁর পতির প্রতি কখনো
সেবায় না করে কভু ভুল।
পতির নতি হোটেলের প্রতি
ভালো মন্দ সব কিনে খায়,
পতির জন্য সতী রাত জেগে
সতী ভুখা পেটে গালি পায়।
চাউমিন, রোল খাওয়ায় পতি
বার-বনিতায় ডেকে হেঁকে,
পতি ভক্ত সেই সতী নারীর
চোখে জল পড়ে তাই দেখে।
পতি গুরু তাই সতী নারী
ঘরে পড়ে পড়ে খায় মার,
হাড় পাঁজর সব ভাঙ্গে তাঁর
তবু সতীর পতির মন্ত্রই সার।
                ------ রঞ্জন গিরি।