প্রাণ পাখি মোর মুখিয়ে আছে
কখন উড়বে শুন্য গগনে,
কান্না কাটি যতই কর তোমরা
না থাকবে মায়ার বন্ধনে।
প্রাণ পাখি.........................


মোর এই অহংকারের দেহ খাঁচা
রইবে পড়ে মাটির পরে,
তখন আপনজনের ও লোভ হবেনা
মোরে তুলে নিয়ে যেতে ঘরে।
মোর আত্মীয়রা, মোর আত্মা ভয়ে
মোর শ্রাদ্ধ দেবে ডেকে ব্রাহ্মণে!
প্রাণ পাখি..........................


মোর ভারিতনু, ভাবনা গুলোর
পড়বে যে তার পূর্ণচ্ছেদ,
মোর যাতনা যত যবনিকা হবে
তখন ভুলবো সকল ভেদভেদ।
মোর লোভ, হিংসা, লাবণ্য,লাজ
সব জ্বলবে চিতার আগুনে!
প্রাণ পাখি...........................


মোর মানুষ ধরার মন্দির খানা
রইবে চেয়ে দাঁড়িয়ে একা,
কাক,পক্ষী সেথা কাঁদবে বসে
যখন আমার না পাবে দেখা।
আর সেই সুযোগে সুপ্রিয় মোর
দৌলত হিংসায় মত্ত রণে!
প্রাণ পাখি...........................
                     ---------- রঞ্জন গিরি।