পথ ভ্রমণে বেরিয়ে পড়ি;
হাঁটতে থাকি,
কেউ প্রেমালাপ করে কিনা!
কেহ প্রেম বাক্য উচ্চারিল না।


রাতে চাহি আকাশ পানে;
তারা খসুক্,
প্রেমের স্বপ্ন পূরন হয় কিনা!
কেহ ফিরেও তাকালো না।


চললাম সাগর সঙ্গমে;
সাঁতার কাটতে,
প্রেম তরঙ্গ বহে কিনা!
শুধু মাখালো আবর্জনা।


হেলিয়া বসিয়া তরু তলে;
প্রাণ জুড়াবো,
দেখি প্রেমের বাতাস আসে কিনা!
কে জানত এটা বিহঙ্গের মল খানা।


কান পেতে শুনি শুধু
ভ্রমরের গুঞ্জন,
শুনি প্রেম গীত গাহিছে কিনা!
ফোটায় হুল শুধু দেয় বেদনা।


এক অতিথি আসিল গৃহে;
আসন দিলাম,
প্রেমিকার খোঁজ দেয় কিনা!
সে যে ব্রহ্মচারী ধর্ম্ম প্রানা।
             -------  রঞ্জন  গিরি।