ওগো ঠাকুর শ্রীরামকৃষ্ণ
প্রণাম তোমায় শতকোটি!
বিলিয়েছ প্রেম সর্ব্ব জনে,
জাতি ভেদ নাই তব মনে।
প্রেমের ঠাকুর নামটি তোমার
তোমার দেখানো আলোয় হাঁটি!
ওগো -----প্রণাম তোমায় শতকোটি!


কামার পুকুরে জন্ম হয়েছ
মাতা চন্দ্রামনী দেবীর কোলে,
ক্ষুদিরাম পিতা যে তোমার
তুমি যে দুরন্ত এক ছেলে।
গদাধর থেকে পরমহংস হয়ে
ধন্য করেছ মোদের বঙ্গ মাটি!
ওগো---প্রণাম তোমায় শতকোটি!


বিশ্ব বন্দিত বিবেকানন্দের
তুমি হও যে তাঁর গুরু!
তোমার চরণ ছুঁয়ে বিলের
পথ চলা যে হয় শুরু।
দেশে দেশে আজ গুরু শিষ্য
হয়েছ মানব প্রেমের জুটি!
ওগো ---- প্রণাম তোমায় শতকোটি!


রানীরাসমনি শিষ্যা তোমার,
তিঁনি মুক্তি দিতে কলির!
দান করেছেন দক্ষিণেশ্বরে
মা দক্ষিণেশ্বর কালীর।
তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছ তুমি
মা ভবতারিনীর চরণে লুটি!
ওগো ------- প্রণাম তোমায় শতকোটি!


জগৎ জননী মা সারদা
তিঁনি হন যে তব জায়া,
স্বস্নেহে পালিছে সন্তানে
জড়িয়ে তাঁর মধু মায়া।
জগৎ গুরু তুমি যে ঠাকুর
চাই গো তোমার চরণ দুটি!
ওগো ------ প্রণাম তোমায় শতকোটি!
               -----------  রঞ্জন গিরি।