এসো গো এসো সবে,হৃদি বন্ধন হবে,
মিলি এক সাথে,পরাইব রাখী হাতে হাতে!
এসো গো মেথর,মুচি, রহিবো বিভেদ ঘুচি,
সবে হইব শুচি,আজই নতুন প্রভাতে।
                          পরাইবো রাখী হাতে হাতে!
এসো দেশের হোতা,না করো বিরোধিতা,
এসো গো গুণীজন,লোভিতে সবার মন,
মোরা সবে ভাই বোন,বিদায় দেই সব জাতে।
                             পরাইবো রাখী হাতে হাতে!
লোক লাজে নেই কাজ,না মানে মানুক সমাজ,
মোরা হিন্দু-মুসলমান, সবে হই এক প্রাণ,
রাখিতে দেশের মান,কি ক্ষতি রাখী নিতে?
                                পরাইবো রাখী হাতে হাতে!
কথায় কথার ছলে,প্রীতি বাঁধন না হলে,
হিংসার গরল রক্তে মিশে,শত্রুরা মারে পিষে।
এসো সবে ভালোবেসে,হয় কি ক্ষতি তাতে?
                                 পরাইবো রাখী হাতে হাতে!
যারা দেশের করিতে ক্ষতি,ভাগ করে নানা জাতি,
সবে মিলে এসো রুখি,তবে মোরা রব সুখী,
হই সবে মাখামাখি,আনন্দ ধারায় মেতে।
                                   পরাইবো রাখী হাতে হাতে!
এসো কবি বন্ধু,গড়ি মানব সিন্ধু
লেখনীতে বাঁধি সবে,যত দিন বিবেক রবে,
মুক্তি পাবে তবে,থেকে কবিতাতে,
                                     পরাইবো রাখী হাতে হাতে!
                                 --------------   রঞ্জন  গিরি।