রঙের ফেরে,          মানুষ মেরে,
         বিজয়ী তুমি হলে!
কি হলো ফল?     গেল জনবল,
        ডুবলে অতল তলে।


মারছ কারে,              গুরু যারে,
          বানালো গুরু ভাই,
কেমন শিক্ষা,           পেয়ে দীক্ষা,
      ভাইয়ে ছুরি মারে ভাই!


হতেই পারে,            মতের ফেরে,
          অনেক ঝগড়া ঝাঁট,
তাই বলে,                  রক্ত নিলে !
            লাল করলে মাটি!


তোমার সামান্য,    কারোর অগণ্য,
          তবু করেছ তো ভুল!
এক হয় যা,           হাজার তো তা,
        সব মৃত্যুই দুখ বিপুল।


সামান্য ভুল,          খোয়ালো কুল,
            মর্য্যাদা হলো ধংস,
ভোগে তাঁরা,             আপন যাঁরা,
          কালিমা পেল বংশ।


উজাড় করা,               প্রেম ধারা,
       এলোনা তোমার মনে,
তোমার আশা,        আমিত্ব নেশা,
          প্রাণ ছিলনা প্রাণে।


ওই ক্ষত,                   বছর শত,
                  না মিটবে দাগ,
ধংস লীলা,           বাড়ায় জ্বালা,
              না কমে কভু রাগ।
            ------- রঞ্জন গিরি।