বৃষ্টির কাছে হয় বৃক্ষ ঋণী
পিতার কাছে পুত্র,
আঁধার ঋণী আলোর কাছে
শিক্ষকের নিকট ছাত্র।


মাতৃহারা যেমন মাসির নিকট
সদাই থাকে ঋণী,
গরীবের ধনে গরব করে
ঋণী হয় যে ধনী।


দোষীদের নিকট দারোগা ঋণী
ঘুষ নেয় যদি হাতে,
বিদায় নিয়েও ব্রিটিশ ঋণী
শোষণ করেছে আঁতে।


মনের থেকে মন্ত্রী মশাইরা
ঋণের বোঝা টানে,
পুণ্যার্থীরা পাপ করে নাকি
ঋণ কমায় গঙ্গা স্নানে?


চকরির কাছে চরিত্র ঋণী
আঁধার দিয়েছে ধার,
সুখ ঋণী হয় সম্পদের কাছে
বিবেকের কাছে বিচার।


ভক্তের কাছে ভগবান ঋণী
রবির নিকট ধরণী,
জীবন পেয়ে জগতের কাছে
জীবকুল মোরা ঋণী।


মায়ের কাছে সন্তান ঋণী
পৃথিবীর আলো পেয়ে,
সবাইতো সবার ঋণে থাকি
সুন্দরের শুভ কর্ম ছায়ে।
            --------  রঞ্জন গিরি।