বেশী কথা,সাবধান!
ফুঁটো হলে যায় মান।
অতি হাঁসি ওজন কম,
জটিল লোক দেয় দম।
খেতে লজ্জা ভারি কষ্ট,
আঁত শুকিয়ে দেহ নষ্ট।
খাওয়া লোভ মন্দ অতি,
বাঁচায় যম করলে মতি।
পর নিন্দা জটিল রোগ,
নিজের ঘরে পড়ে ঘোগ।
নিজ দোষ পরকে দিলে,
নিজ গাঢ়ায় নিজে ঢলে।
পরের সুখে জ্বললে গা,
নিজের সুখ হয় যে ঘা।
বাঁকা পথে অধিক শ্রম,
সোজা কোথায় বিপদ কম।
সন্দেহের বসে গালমন্দ,
নিজে নিজেই লাগায় দ্বন্দ্ব।
প্যাঁচাল কথা প্যাঁচে পড়ে,
সব দোষটাই চাপে ঘাড়ে।
খাঁটি কথা শুনতে তেতো,
সে বাসি হলে মিষ্টি কতো।
বেশী জ্ঞানে জ্ঞানী ঠকে,
দুর্বলতা লুকিয়ে রাখে।
শঠ লোক হয় মিষ্টি ভাষী,
সরল লোকে ঠকিয়ে খুশি।
সৎ শঠ থেকো সাবধান!
বিবেক মারবে মৃত্যু টান।
          ------- রঞ্জন গিরি।