স্বাতন্ত্র্য সাথী মোর
সমন্বয়ের সেবক,
শ্রদ্ধেয় সমাজের
সাম্যের সমতাই সবক।
অতীন্দ্রিয়তা অতি নেই
আতিথিয়তা আছে,
আঁশহীন আনন্দে
আমৃত্যু আছি পাছে।
বিদ্যার বৈতরণী
পার হতে পারিনি,
বৈভবহীনে বৈঠাভাঙে
প্রতুলতা পাইনি।
অবজ্ঞা অবহেলায়
ছন্দহীন ছোটবেলা,
অভাব ও অনটনে
সুখ হয় সুকতালা।
উত্তরণের উন্মেষ
দারিদ্রতা দাড়ি টানে,
খুদার খরা কাটেনি
আত্মীয়ের অপমানে।
ধর্মে নই ধর্মান্ধ
কর্মে নই কাপুরুষ,
বর্তমান বিবর্তনে
মনুষ্যত্বের মানুষ।
যোগ্যতায় যাযাবর
সম্বন্ধ সবখানে,
আলো,আলেয়ায়
দিনে ও দুর্দিনে।
সত্য জ্ঞানে সূর্য্য
আত্মীয় অন্তরে,
শ্রীময় শ্রীরূপ তাঁর
হীরকের হীরে।
      ------- রঞ্জন গিরি।