যুতসই জুতো চাই
ছোট কিংবা বড় নয়,
ফসফসে, ঘষঘষে
কোন ভাবে নাই হয়।


ঘষঘষে ঘষা লেগে
ফোস্কা পড়ে পায়,
ফসফসে ফেঁসে কাদায়
জুতো পথে থেকে যায়।


লসলসে লেস দিয়ে
জুতোতে প্যাঁচ দিলে,
চুকচুকে চোখ ঘুরে
চমক লেগে যায় পিলে।


সাদাসিধা সোজা ভাবে
জুতো পরে যাও হেঁটে,
ষাঁড়ের পায়ু মাড় হয়ে
জামা মোজায় যায় সেঁটে।


হিল তোলা হিপ খোলে
হাত টিংরে পথে চলে,
ঘষঘষে হাড় কটা
বাত ধরে চলে হিলে।


বুট খুলে বাড়িতে
সাবধানে যাওয়া চাই,
সাজা পাবে মোজা পরে
দুর্গন্ধ ছাড়ালেই।


চকচকে চরণে চপ্পল
হয় বড় বেমানান,
চিটচিটে কাদা জল
মাথাতে পায় স্থান।


কোটি টাকার জুতো পর
পায় হয় তার স্থান,
ফুটো কড়িও নেই দাম
যাঁর চলে যায় সন্মান।
           ------ রঞ্জন গিরি।