সৎ-এর সদা সাহস বেশি
সৎ কথা বলে বুক ফুলে,
স্বাক্ষর না হোক সৎজন
শিক্ষিত সে জ্ঞানের বলে।


সৎ-এর সন্মান ভীষন ভারী
সুবোধ-ই তা বইতে পারে,
অধিকার বোধে অসৎ অধম
আজন্ম তাঁরে ছুঁতে নারে।


সৎ মানুষে সওদা করতে
সম্রাটও ভীষন ভয় পায়,
সৎ-এর শক্তি এতই বেশি
হিরোশিমাকে হার মানায়।


সৎ-জন সদাই সংযমী
সমুদ্রের ন্যায় হয় শান্ত,
সৎ কর্মের জন্য স্বজন
সদা শ্রম করে অক্লান্ত।


সৎ-ই হয় বিনয়ী সদা
সবার হৃদয় জয় করে,
শত্রুর বাঁসায় মিত্রতায়
সুখ বিলিয়ে ঘরে ফিরে।


সৎ জ্ঞান আর সৎ চিন্তায়
সততায় শতায়ু বাড়ুক,
সৎ-এর জন্য সংগ্রাম হোক
সৎ সত্যের সাম্রাজ্য গড়ুক।
                  -------- রঞ্জন গিরি।