সত্য কথায় শত্রু বেশী,
সৎজন সদা সত্যে খুশী।
সত্য কথা বললে পরে,
মনটা ভীষণ হালকা ধরে।
মিথ্যা কথায় বাজিমাত,
ঘুম না ধরে সারারাত।
সুখের নিদ্রা যদি চাও,
সদা সত্য কথা বেছে নাও।
মিথ্যা কথায় হাজার প্রমাণ,
সৎ এক বাক্য বিশ্ব সমান।
সৎ বাক্য কাঁচের মতো!
সরলটা দেখে অবিরত।
সত্য সুন্দরকে ভালবাসে,
মিথ্যা ওড়ায় তা পরিহাসে।
সৎ হতে চায় অনেক লোকে,
মিথ্যার ফাঁদে যায় সে বেঁকে।
নিজের দোষ করলে স্বীকার,
কেটে যাবে সব মনের বিকার।
অমাবস্যার মতো মিথ্যা চারণ,
সদা আঁধার তাঁরে করে বরণ।
সত্য আলোক হয়ে প্রতিষ্ঠা পায়,
ব্রহ্মাণ্ড পালক সূর্য্যের ন্যায়।
চিরস্থায়ী উড়ে সত্য ধ্বজা,
প্রজার সুখ দেখে মহান রাজা।
সামান্য ক্ষণ মিথ্যার কেতন,
চটুল প্রভাব থাকে যতক্ষণ।
সত্য যা কিছু সদা চলে ধীরে,
সেযে সঠিক লক্ষ্য পূরণ করে।
মিথ্যা ছুটে সদা ধৈর্য হীনে,
বিপথে চলে সদা বিপদ হানে।
সৎ কথার হয় ওজন ভারী,
মিথ্যা সেটা কখনো বইতে নারি!
                 ----------  রঞ্জন গিরি।