তৃপ্তির হাসি! তবু তেতো
যখন অতৃপ্ত আত্মা কাঁদে,
তখন বদগুণে বিবেক পুড়ে
হৃদে তপ্ত হয়ে সে'তা বিঁধে।


অগতির গতি হয় কখনো
গতিহারা বিদীর্ণ দেহে,
নিঃশ্বাস পেতে বিশ্বাসের হাত
বেঁধে ফেলে সবে মোহে।


শহীদের শাদী হয় যে আজ
অর্থ আর শব্দার্থ দিয়ে,
শনোকার শোক সাম্যের লাগি
ফণী কি আজ পদে নুয়ে?


বৈরাগ্য না বদমায়েশি নিজ
ভাবমূর্তি রাখতে অক্ষুন্ন,
মালা জপে সদা দু'নলা হাতে
স্বভাব থাকে সেই বন্য।


তিরস্কার দিনে হয় পুরস্কার
ঘন নিশীথে হয় তা শোধ,
তর্জনী উঁচিয়ে শাসায় তিমিরে
সেথা থাকেনা কোন বোধ।
            -------- রঞ্জন গিরি।