বিদায়ী বাদল বাদ্যি বাজায়,
শরৎ এসে ভুবন সাজায়।


পুঞ্জ মেঘ কুঞ্জে নামে,
জ্যোৎস্না সাগর ধরা ধামে।


কাশ ফুল দোলায় চামর,
গুঞ্জনে গান গাইছে ভ্রমর।


শিউলি ফুল রাত্রি জাগে,
শরৎ ঋতুর সোহাগ মাগে।


ধানের আগায় শিশির কণা,
রবির আলোয় তুলছে ফণা।


হিমেল পরশ লাগে প্রাণে,
পুলক জাগে হৃদয় মনে।


নীলাঞ্জনা তুমি কোথায়?
বিধুশ্রী যে তোমারি গায়।


বকুল ফুলের মালা গেঁথে,
নেংটো ছেলে ছুটছে পথে।


আধো ভেজা কাঁচা মাটি,
সবুজে রাখে পরিপাটি।


নীল গগনে সারস পাখি,
হাওয়ায় উড়ে যাচ্ছে ডাকি।


হুতুম পেঁচা ডালের ফাঁকে,
মুখ নাচিয়ে ডাকছে কাকে!


কাঠবেড়ালি ছুটছে ডালে,
লোভটি তার পিয়ারা ফলে।


হনুমান খাচ্ছে পাকা পেঁপে,
তা দেখে খোকা ভয়ে কাঁপে।


শিহরণ জাগে শরৎস্নানে,
আলোড়িত হয় মন ও প্রাণে।


পবন বহে পুজোর সুবাস,
মুক্ত মনে লই তার শ্বাস।
                    ------  রঞ্জন  গিরি।