হায়রে শসা!
নয় তুই খাসা;
তোকে খাওয়ায় বড্ড হেপা,
হজম হয়,
লোকে কয়;
তোর ভেতরটাই তো ফাঁপা।
রাতে খুকী,
ভোরে যুবতী;
তবে তোর রহস্য খানা কি?
সকালবেলা,
রজঃস্বলা;
তোর যে যৌবন মারে উঁকি।
দিয়ে জন্ম,
মারে ধর্ম;
এক রাত্রে বড় হলি হরমোনে,
দেহ লুফে,
নিজ বাপে;
নিলাম ডেকে হাটে বেচায় ধনে।
ডেবডেবিয়ে,
থাকে তাকিয়ে;
তোর যৌবন খাদক-এর দল,
জন্মদাতা,
চাষী পিতা;
তোর ওই দেহ নিয়ে করে ছল।
খরিদ করে,
খাদক মরে;
তোর সুন্দর যৌবন লুটতে গিয়ে,
বিষ ভাণ্ড,
তোর হৃৎপিণ্ড;
তোর ঘাতক মরে তোর গরল খেয়ে।
                 -------- রঞ্জন গিরি।