তোমায় সকাল বেলা আসতে শুধাইলাম
                        তুমি এলে বিকেলে,
পড়ন্ত এই ক্ষীণ আলোক
                         আঁধারে পড়বে ঢলে।
                                       কেন এলে বিকেলে?


সকাল খানা তোমার ছিল
                    প্রেমাণুপ্ত মন,
তোমার কাছে আমি ছিলাম
                     বিলুপ্ত জীবন।
নকল ভেবে ফেললে ছুঁড়ে
                   কাঁদিয়ে আসলে,
                           এখন কেন এলে বিকেলে?


মধ্য গগন গনগণে রোদ
                ভীত তোমার ভয়ে,
তোমার দীপ্ত নয়ন চয়নে ডুবি
                  সিক্ত ঘাম লয়ে।
যাদের বন্ধু ভেবে পালিয়ে ছিলে
                   আমায় একা ফেলে,
                           তবে কেন এলে বিকেলে?


শেষ বিকেলের আবছা আঁখি
                       ভাল দেখতে পাইনি,
তোমার সরূপ খানা এ বিকেলে
                         কেমন করে চিনি।
তোমার সকাল মজায় মজে
                           বধিলে মোর সকালে,
                                    তবে কেন এলে বিকেলে?
                                          ------রঞ্জন  গিরি